জীবন মানে-সমস্যা দেশজোড়া,
জীবন মানে সবকিছু রঙিন
জীবন মানে-স্বপ্ন সাজার দিন।।
জীবন মানে হাজার বোঝাপড়া
জীবন মানে-স্বপ্ন ভাঙা-গড়া,
জীবন মানে-মন কেমনের রাত
জীবন মানে-মিষ্টি সুপ্রভাত।।
জীবন মানে নতুন কিছু ভাবনা
জীবন মানে-সমস্যা যা থাকনা।
জীবন মানে এগিয়ে চলার গল্প
জীবন মানে-টিকে থাকার সংকল্প।।
জীবন মানে নতুন সূর্য ওঠ
জীবন মানে-নদীর জোয়ার ভাটা
জীবন মানে হার না মানা জেদ
জীবন মানে অন্যায়-উচ্ছেদ।।
জীবন মানে জিতে নেব সব
জীবন মানে-সিংহ সম রব
জীবন মানে নেইকো মনে ভয়
জীবন মানে হারবোনা কখনই।।
No comments:
Post a Comment