Showing posts with label জীবন. Show all posts
Showing posts with label জীবন. Show all posts

Thursday, July 6, 2023

জীবন মানে

জীবন মানে কল্পনাতে মোড়া।।

জীবন মানে-সমস্যা দেশজোড়া, 

জীবন মানে সবকিছু রঙিন

জীবন মানে-স্বপ্ন সাজার দিন।।


জীবন মানে হাজার বোঝাপড়া

জীবন মানে-স্বপ্ন ভাঙা-গড়া, 

জীবন মানে-মন কেমনের রাত

জীবন মানে-মিষ্টি সুপ্রভাত।।


জীবন মানে নতুন কিছু ভাবনা

জীবন মানে-সমস্যা যা থাকনা। 

জীবন মানে এগিয়ে চলার গল্প

জীবন মানে-টিকে থাকার সংকল্প।।


জীবন মানে নতুন সূর্য ওঠ 

জীবন মানে-নদীর জোয়ার ভাটা

জীবন মানে হার না মানা জেদ 

জীবন মানে অন্যায়-উচ্ছেদ।।


জীবন মানে জিতে নেব সব

জীবন মানে-সিংহ সম রব

জীবন মানে নেইকো মনে ভয় 

জীবন মানে হারবোনা কখনই।।

Featured Post

রাধে

  ও রাধে তোর পুড়লো কপাল সংসারেরই জালে তোর কৃষ্ণাই ফেললো তোকে ঈশ্বরেরই চলে।   প্রেম যে তোর বিধির বিধান ললাটের লেখা তোর আকাশে শ্যাম ক...