Showing posts with label রাধে. Show all posts
Showing posts with label রাধে. Show all posts

Thursday, July 6, 2023

রাধে

 

ও রাধে তোর পুড়লো কপাল সংসারেরই জালে

তোর কৃষ্ণাই ফেললো তোকে ঈশ্বরেরই চলে।  

প্রেম যে তোর বিধির বিধান ললাটের লেখা

তোর আকাশে শ্যাম কে তাই যায়না আর দেখা।  

হৃদয়ে তোর জ্বাললো কৃষ্ণ ভালোবাসার আগুন

তাই তো তোর আসছে চোখে শ্রাবণধারার ফাগুন।  

রাধার পায়ের পায়েল বাজে কালার বাঁশীর সুরে

মন ময়ূরী নেচে বেড়ায় সারা গোকুল জুড়ে।  

কদম ডালে বসে গোপাল বসন লুকায় তোর

শাশুড়ি ননদ তোরই উপর তাই তো খাটায় জোর।  

ঝুলন রাতে দোলনা মাঝে দোলে শ্যাম ও রাই

রাশের রাতে রাই এর সাথে শ্যামকে পাশে চাই।  

শিখি পাখা হচ্ছে রাঙা দোলের সাথে সাথে

কলঙ্কিনী হলো রাখা হাত রেখে কানুর হাতে।  

প্রেম কলঙ্কের হার রাধে বাঁধলো গলাতে

রাধা তাও পারলো না যে শ্যামের রানী হতে।

Featured Post

রাধে

  ও রাধে তোর পুড়লো কপাল সংসারেরই জালে তোর কৃষ্ণাই ফেললো তোকে ঈশ্বরেরই চলে।   প্রেম যে তোর বিধির বিধান ললাটের লেখা তোর আকাশে শ্যাম ক...